ChatGPT এই ai সম্পর্কে জানেনা এমন হয়তো খুব কমই রয়েছে । বর্তমান বিশ্বে ChatGPT সহ বিভিন্ন এ,আই টুলস গুলো এক বিশেষ সারা ফেলে দিয়েছে । বর্তমান সময়ে আমাদের যেন, এ,আই সহ অনন্যা টেকনোলজি ছাড়া চলা একদম অসম্ভব হয়ে উঠেছে প্রায়। ChatGPT 2022 সালে তার সূচনা । ২০২২ সাল থেকে ChatGPT সূচনা হওয়ার পর থেকে ChatGPT সহ অন্যান্য বিভিন্ন জেনারেটিভ এআই টুলসগুলি চাকরির বাজারে এক ঝড় তুলে দিয়েছে । আমরা একটু লক্ষ করলেই দেখতে পাবো যে, গত এক বছরে এই এ,আই টুলসগুলো কত দ্রুত দ্রুত প্রসারিত হয়েছে এবং কাজের ক্ষমতা উন্নত করেছে । পেশাদার থেকে শুরু করে অপেশাদার এমন কী ছাত্র ছাত্রীদের মাঝেও এই প্রযুক্তির ব্যবহার বেড়েছে অনেক গুন । এছাড়াও বিভিন্ন উদ্যোক্তা এবং ব্যাবসায়ীরা তাদের ব্যবসার লাভজনকতা, কাজের সন্তুষ্টি, কাজের চাপ কমাতে এবং গ্রাহক সন্তুষ্টি বাড়ার কারনে এর ব্যাবহার শুরু করেছেন বহুগুন । আর এর কারনেই চাকরির বাজারে এ,আই টুলসগুলোর প্রভাব পরেছে অনেক ।
বর্তমান সময়ে এই AI-টুলসগুলো চাকরির বাজারকে এতটাই ছাড়িয়ে গিয়েছে যে, এখন এটি একজনের উন্নতির এবং আজকের কর্মশক্তিতে সফল হওয়ার জন্য একটি মূল ইন-ডিমান্ড দক্ষতা হয়ে উঠেছে। আর এই জন্যই বিশ্বজুড়ে চাকরির তালিকায় ChatGPT-সহ বিভিন্ন AI-সম্পর্কে দক্ষতা সম্পূর্ণ লোকদের নিয়োগকর্তাদের অংশ হিসাবে ২০২২ সাল থেকে ২১ গুণ বৃদ্ধি পেয়ছে । এবং এটা স্পষ্ট যে, এই দক্ষতার অধিকারী প্রার্থীদের বাকিদের তুলনায় অনেক বেশী অগ্রাধিকার ও চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে বেশী ।
আরও পড়ুন....
কিভাবে একজন ব্লগার হিসাবে অনলাইনে অর্থ উপার্জন করবেন. How to earn money as a blogger?
কিন্তু আপনি চাকরির জন্য অন্যান্য AI- টুলসের বাইরেও ChatGPT-র কার্যকরী ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারেন । কেননা এই ChatGPT-র সঠিক ধারণা অর্জন এর মাধ্যমেও কিন্তু আপনি আপনার ক্যারিয়ার এর অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন। আপনার এই ChatGPT-র সম্পর্কিত সঠিক জ্ঞান থাকার কারনে আপনার পদোন্নতি সহ আপনার কর্মক্ষেত্রে আপনার নিয়মিত বেতনের বাইরেও আপনার বার্ষিক আয় বাড়াতেও সক্ষম হবেন আপনি ।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি জরিপে দেখে গিয়েছে গ্লোবাল রিস্ক ২০২৩ রিপোর্ট অনুযায়ী জীবনযাত্রার সংকটক আগামী দুই বছরে অনেক গুনে বেড়ে যাবে । যা বিশ্ব জনসংখ্যার জন্য হুমকিস্বরূপ এবং এটি একটি প্রধান ঝুঁকি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে । বর্তমান বিশ্বে এই AI- প্রযুক্তি যতটা ইতিবাচক প্রভাব ফেলে তার পাশাপাশি তার খারাপ দিকটাও ছড়িয়ে পরছে সবখানেই । কারন হিসাবে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা সহ বড় বড় কোম্পানি গুলো তাদের কর্মী ছাঁটাই করতে শুরু করে দিয়েছেন । এর প্রভাব ২০২৪ সাল থেকেই শুরু হয়ে গিয়েছে ।
আর এই ছাটাইয়ের লিস্টে কিন্তু আপনিও পড়তে পারেন । কিন্তু আপনি চাইলে ChatGPT-র মাধ্যমে আপনার আয় বাড়ানো বা পরিপূরক করার উপায় খুঁজে বের করতে পারেন । তাছাড়াও আপনাকে এই অশান্ত এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকার জন্য অপরিহার্য এই ChatGPT সহ অন্যান্য AI- সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা ।
এখুন আসুন কিভাবে আপনি ChatGPT ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবেন?
সর্ব প্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, ChatGPT সম্পর্কে জানা। আপনাকে প্রথমে জানতে হবে ChatGPT কী? এবং এই ChatGPT কিভাবে কাজ করে?
ChatGPT কী? What is ChatGPT ?
ChatGPT মূলত একটি Artificial Intelligent (AI)। যার মাধ্যমে আমরা খুব অল্প সময়ে অনেক জটিল কাজের সহজ সমাধান পেয়ে থাকি ।
আরও পড়ুন....
এআই কী ? এবং এআই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা কেনও প্রয়োজন ? What is Ai? And why we need to gain knowledge about Ai?
ChatGPT কিভাবে কাজ করে? How ChatGPT Works?
ChatGPT হলো একটি জেনারেটিভ AI প্ল্যাটফর্ম, যেখানে আপনি কোন কিছু প্রশ্ন করলে বা লিখে দিলে সেটা আপনাকে খুব দ্রত সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এছাড়াও এই ChatGPT বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে সক্ষম । আর এই ChatGPT-র এত কার্যকর হওয়ার একটি প্রধান কারণ হলো এর চ্যাটবট কথোপকথন । যা প্রায় মানুষের মতোই বিভিন্ন পরিস্থিতিতে ভাষা বজায় রাখার ক্ষমতা রাখে ।
বর্তমান বিশ্বে এর ব্যবহার সহজভাবে বলতে গেলে, পাঠ্য ব্যাখ্যা করা, আপনার প্রশ্নের উত্তর দেওয়া, বুদ্ধিমত্তার সাথে সহায়তা করা এবং নতুনত্বের উদ্দীপনা তৈরি করতে এই AI এর ভূমিকা অপরিসীম ।
তবে কর্মক্ষেত্র ChatGPT-র কার্যকরভাবে ব্যবহার করতে আপনাকে কোন প্রযুক্তি বা কোডিং সম্পর্কে প্রতিভাবান হবার প্রয়োজন পরবেনা । শুধু আপনাকে কেবল জানতে হবে কীভাবে এটিকে সঠিক তথ্য এবং সর্বাধিক ফলাফল পাওয়ার জন্য সেরা প্রম্পট ব্যবহার করতে হয় ।
তাছাড়াও আপনি যদি ChatGPT-কে এমন একটি টুলে পরিণত করতে চান যা আপনার ক্যারিয়ারের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে ।
এখানে এমন ৫টি ChatGPT-র ব্যবহার রয়েছে যা আপনার ক্যারিয়ারকে বদলিয়ে দিতে পারে ।
১। বেতন বৃদ্ধি ও প্রচার সম্প্রসারণের জন্য ChatGPT-র ব্যবহার:
আপনি যদি মনে করেন যে আপনি এই বছর সিঁড়ি বেয়ে উপরে ওঠার যোগ্য কিন্তু আপনি জানেন না কীভাবে আপনার চিন্তাভাবনা বা আপনার কৃতিত্বগুলিকে এমনভাবে গঠন করতে হয় যা আপনার নিয়োগকর্তাকে প্ররোচিত করবে । আপনি কিন্তু এক্ষত্রে চ্যাটবট ব্যবহার করতে পারেন আপনার নিয়োগকর্তার কাছে পদোন্নতির জন্য আপনাকে সাহায্য করতে । আর এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, আপনাকে প্রথমে আপনার ধারণাগুলিকে ইনপুট করাতে হবে এবং অ্যাপ্লিকেশনটিতে আপনি আপনার জন্য কোন বিষয় সম্পর্কে জানতে চান তা নথিভুক্ত করতে হবে । এখন আপনি ChatGPT তে আপনার তৈরিক্রিত নথিটি দিয়ে দিন এখন আপনার বাকি কাজ টা ChatGPT করে দিবে ।
এছাড়াও আপনি এটিকে একটি উপস্থাপনা সহায়তা করার জন্য ব্যবহার করতে পারেন । আপনার প্রচারের জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক দক্ষতার পরামর্শ নিতে পারেন এই ChatGPT-র মাধ্যমে ।
২। উদ্ভাবনী ব্যবসায়িক ধারনা ছড়িয়ে দিতে ChatGPT ব্যবহার:
ChatGPT হচ্ছে এমন একটি টুলস যা আপনাকে বুদ্ধিমত্তার সাথে সাহায্য করতে অত্যান্ত জরুরী একটি টুলস । আপনার যদি কোন ব্যবসায়িক ধারনার প্রয়োজন পরে আপনি ChatGPT-র সাহায্যে সেই ধারনা পেয়ে যাবেন । আর এর জন্য শুধু আপনাকে আপনার ব্যবসা সম্পর্কে প্রশ্ন করতে হবে বা লিখে দিতে হবে । বাস বাকি কাজটা এই ChatGPT করে দিবে ।
৩। ChatGPT ও GPT স্টোরের সাথে প্যাসিভ ইনকাম:
সদ্য-প্রকাশিত GPT স্টোরে কাস্টম GPT-এর বিকাশকারীদের অনুমতি দেওয়ার সুবিধা রয়েছে ।তাদের সৃষ্টি নগদীকরণের মাধ্যমে প্যাসিভ ইনকাম করার ক্ষমতা রয়েছে । আর এর জন্য এখানে আপনার যা দরকার তা হল OpenAI-এর নির্দেশিকাগুলি অনুসরণ করা । এবং একটি কাস্টম GPT তৈরি করা যা এমন একটি প্রয়োজনের উত্তর দিতে সক্ষন যা আপনি জানেন । এছাড়াও আপনার নির্বাচিত বাজারের বেশিরভাগ ব্যক্তির কাছে খুব সহজ ভাবে এটি আবেদন করবে।
৪। GPT স্টোরের বাইরে একটি পণ্য বা পরিষেবা তৈরি করুন:
স্টার্ট-আপগুলির একটি নতুন তরঙ্গ গত এক বছরে সর্বত্র পপ করছে এবং এই ChatGPT-কে "AI বুম" বলা হয়েছে। আর এর জন্য ChatGPT-কে অনেক ধন্যবাদ ।
এর কারণ হল উদ্যোক্তা ও চিন্তাবিদরা দখল ও পুঁজি করার অনন্য উপায় খুঁজে পেয়েছেন এই ChatGPT-র মাধ্যমে । এখন আপনাকে সৃজনশীল হতে হবে এবং বাক্সের বাইরে চিন্তা করতে হবে যে, কিভাবে আপনি AI ব্যবহার করে বাজারে একটি সম্ভাব্য শূন্যতা পূরণ করতে পারবেন । এখন আপনি এমন একটি ব্রাউজার এক্সটেনশন তৈরি করতে পারেন যা আপনাকে একটি চ্যাটজিপিটি-ভিত্তিক পণ্য তৈরি করতে এবং অনেক বছর ধরে একটি উত্তরাধিকার এবং টেকসই আয় করার সম্ভাবনা দিয়ে থাকবে ।
৫। বিষয়বস্তু তৈরি করতে ChatGPT:
ChatGPT সময় কমাতে এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য একটি অত্যন্ত সহায়ক হাতিয়ার হতে পারে আপনার জন্য। যখন কোন ব্লগিং, স্ব-প্রচারমূলক এবং নিজের ব্যক্তিগত ব্র্যান্ড এবং এমনকি ওয়েবসাইট কপি প্রতিষ্ঠার জন্য বিপণন সামগ্রীর উদ্দেশ্যে সামগ্রী তৈরি করা হয়। তখন এটি সম্ভাব্য গ্রাহকদের আপনার ব্যক্তিগত ব্র্যান্ড এবং পরিষেবাগুলিতে আকৃষ্ট করতে সাহায্য করে । আর এইভাবে আপনি আপনার আয় বৃদ্ধি করতে পারেন ।
যাইহোক, সবকিছু তৈরি করতে কিন্তু আপনাকে এই ChatGPT-র উপর নির্ভর না করাটা অপরিহার্য। কেননা অত্যধিক নির্ভরতা আপনার অনুলিপিকে সেখানে অন্যান্য AI-উৎপাদিত সামগ্রীর মতো দেখাতে পারে । যার কারনে আপনার গ্রাহকরা আপনাকে অবিশ্বাস করতে পারেন । বুদ্ধিমত্তার জন্য আপনি AI ব্যবহার করতে পারেন ।তবে আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই সম্ভাব্য বিষয়বস্তুর রূপরেখার প্রস্তাব এবং লেখার প্রক্রিয়া আপনি নিজেই গাইড করেছেন ।
তবে আজ, আপনি কীভাবে আপনার ক্যারিয়ার এবং কাজের পরিবেশে ChatGPT প্রয়োগ করতে পারেন তা নিয়ে আপনার একটু হলেও ভাবা উচিৎ । কেননা আপনি চাইলে এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজে নিজের ক্যারিয়ার গড়তে পারেন ।
এখন পরিকল্পনা আপনার. আপনি এই ২০২৪ সালে ChatGPT কিভাবে ব্যবহার করবেন?
Post a Comment
0Comments