অনেক সখ করে আপনি একটি আইফোন কিনেছেন, কিন্তু কেনার কিছুদিন পরেই দেখছেন আপনার শখের আইফোন আর আগের মত আর কাজ করছেনা। আগে যতটা ফাস্ট কাজ করতো আপনার ফোন ব্যবহারের সময়, কিন্তু সেই ব্যবহারিক গতি ধীরে ধীরে অনেক স্লো হয়ে যাচ্ছে। তাহলে তো একটু খারাপ লাগারি কথা, তাই না। চলুন দেখে আসি এই সমস্যার কোন সমাধান রয়েছে কিনা।
আপনি দেখছেন আপনার আইফোন বা আইপ্যাড ধীরগতিতে চলছে, কিন্তু আপনি কি কখনো এটা নোটিস করেছেন, কেনও আপনার ফোন ধীর গতিতে চলছে? বা এর কারন কি?
আপনার ফোন ধীরগতিতে চলার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথমে আপনাকে সেই কারন গুলি খুজে বের করতে হবে। আপনাকে অবশ্যই প্যানিক বোতামে আঘাত করার আগে, আপনার ডিভাইসের কর্মক্ষমতা সম্পর্কে আপনাকে অপ্টিমাইজ করতে হবে।
আর এই কাজগুলি কিভাবে করবেন কেনও আপনার ফোন ধীর হয়ে যাচ্ছে এই সবকিছু নিয়ে আমি আপনার সাথে দশটি টিপস শেয়ার করবো। এই দশটি টিপস যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখেবেন আপনার ফোন আগের থেকেও অনেক ফাস্ট হয়ে গিয়েছে।
১। নেটওয়ার্কের অবস্থা পরীক্ষা করুন
সর্ব প্রথম আমি আপনাদের যে কাজটি করতে হবে, সেটা হলো নেটওয়ার্কের অবস্থা পরীক্ষা করা। কেননা কখনও কখনও দুর্বল নেটওয়ার্কের অবস্থার কারনে, একটি ডিভাইস ধীরগতি হয়ে যেতে পারে । ধরুন আপনি একটি জনাকীর্ণ এলাকায় থাকেন বা চলাফেরা করেন, যেখানে মোবাইল নেটওয়ার্ক অনেক দুর্বল বা নেটওয়ার্ক পেতে আপনার ডিভাইস সংযোগের সাথে লড়াই করতে হয়। আর এই লড়াই করার কারনে আপনার ফোন এ অনেক পরিমাণের চাপ সৃষ্টি হয়ে থাকে। এই চাপ এর কারনেও আপনার ফোন ধীরগতি হয়ে যেতে পারে। এর জন্য প্রথমে আপনাকে একটি স্থিতিশীল নেটওয়ার্ক পরিবেশে আছেন তা নিশ্চিত করতে হবে। আর যদি আপনি Wi-Fi সংযোগ ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার Wi-Fi সংযোগে স্যুইচ করার চেষ্টা করতে পারেন। এবং Wi-Fi সংযোগের নেটওয়ার্ক অবস্থান টাও নিশ্চিত হয়ে নিবেন।
২। অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে আনইন্সটল করুন
অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোন স্লো হয়ে যাওয়ার আরও একটি কারন হতে পারে। আপনি যদি দেখেন আপনার ফোন এর কোন একটি অ্যাপ ব্যবহারের সময় আপনার ফোনটি স্লো/হ্যাং করছে বা প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করছে। তাহলে সমস্যাটি সমাধান করতে আপনি আপনার ফোনের ঐ অ্যাপ টি আনইন্সটল বা বন্ধ করে দিতে পারেন। এই কাজটি করলেও আপনার ফোন স্লো হয়ে যাওয়া অনেকটা সমাধান হয়ে যাবে।
৩। স্টোরেজ খালি রাখুন
অপর্যাপ্ত স্টোরেজ এর কারনেও আপনার ডিভাইসের গতিকে প্রভাবিত করতে পারে। আর এই জন্য আপনাকে আপনার ফোনের স্টোরেজ খালি রয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় ভুলেই যায় যে, আমাদের ডিভাইসেও একটি নির্দিষ্ট ধারন ক্ষমতা রয়েছে। আপনার ফোন এর সেটিংসে গিয়ে চেক করুন স্টোরেজ যতটা খালি থাকা প্রয়োজন ঠিক ততটা খালি রয়েছে কিনা। আপনার অবশ্যই মনে রাখতে হবে, সর্বোত্তম পারফরম্যান্সের জন্য কমপক্ষে 1 GB খালি রাখতে হবে। iOS বা iPadOS স্বয়ংক্রিয়ভাবে স্টোরেজ পরিচালনা করে থাকে। তবে আপনি প্রয়োজনে স্টোরেজ খালি করার জন্য আপনার ফোনের সুপারিশগুলি অনুসরণ করতে পারেন।
৪। লো পাওয়ার মোড বন্ধ করুন
আমরা অনেক সময় আমাদের ফোনের চার্জ ধরে রাখার জন্য লো-পাওয়ার মোড চালু করে রাখি। আপনি কি জানেন এই লো-পাওয়ার মোড চালু করার কারনে আপনার ফোনের আরও বেশী ক্ষতি করছেন আপনি। (যেমন, ধরুন আপনার সারাদিনের খাবার খরচ ২০০ টাকা, এই টাকা দিয়ে আপনার খুব ভালো মত চলে যায় এবং আপনার স্বাস্থ শরীর ঠিক থাকে। যদি আপনাকে ঐ ২০০ টাকা না দিয়ে ১০০ টাকা দিয়ে বলা হয় আজ সারাদিন এই টাকা দিয়ে আপনাকে চলেত হবে। আপনি চলে পারবেন ঠিকি কিন্তু আপনি আসতে আসতে অনেক দুর্বল হয়ে পরবেন । কারন হলো, আপনার যে পরিমানে খাবার দরকার আপনার শরীর ঠিক রাখতে সেই পরিমানে খাবার আপনি পাচ্ছেন না । ঠিক তেমনই আপনার ফোনে লো-পাওয়ার মোড চালু রাখার কারনে আপনার ফোন পর্যাপ্ত সঞ্চয় শক্তি পাচ্ছেনা। আর এটা না পাওয়ার কারনে আপনার ফোন আসতে আসতে ধীর হয়ে যাচ্ছে। ব্যাটারিতে লো পাওয়ার মোড সক্রিয় আছে কিনা তা পরীক্ষা করুন (হলুদ ব্যাটারি আইকন) এবং আপনার বর্তমান ব্যবহারের জন্য প্রয়োজন না হলে এটি বন্ধ করুন।
৫। তাপমাত্রা বিবেচনা
অতিরিক্ত তাপমাত্রা আপনার ডিভাইসের কর্মক্ষমতার জন্য অনেক ক্ষতিকর। আপনার ডিভাইসটি ব্যবহারের সময় অতিরিক্ত গরম হয়ে গেলে, আপনার কিছু সময় ডিভাইসটি ব্যবহার না করায় ভালো। আবার এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যেখানে বা যে ওয়েদারে আপনার ডিভাইসটি ব্যবহার করছেন, সেখানকার তাপমাত্রা অনেক বেশী কিনা। কেননা আপনার বর্তমান অবস্থানগত পরিবেশের কারনেও আপনার ডিভাইসটি গরম হয়ে যেতে পারেন । আপনার ডিভাইসটি খুব গরম হলে, এটি একটি ঠান্ডা জায়গায় সরান। একটি উষ্ণ পরিবেশে স্থানান্তর করুন। সর্বোত্তম কর্মক্ষমতা আশা করার আগে ডিভাইসটিকে তাপমাত্রার সাথে সামঞ্জস্য করতে দিন। দেখবেন আপনার ফোন আগের থেকে অনেক ভালো চলছে।
৬। ব্যাটারি স্বাস্থ্য পরীক্ষা করুন
সময়ের সাথে সাথে ব্যাটারির বয়স, কর্মক্ষমতা কমতে থাকে। এর জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের ব্যাটারির দিকে খেয়াল রাখতে হবে। ব্যাটারি হেলথ মোবাইল এর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ । ব্যাটারি হেলথ জানতে যা করবেন, প্রথমে সেটিংস এ যান, এরপর ব্যাটারি তারপর ব্যাটারি (হেলথ) স্বাস্থ্য (আইফোনে) এ আপনার ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন। যদি আপনার ব্যাটারির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় তবে এটি প্রতিস্থাপনের সময় হয়ে গিয়েছে। আপনি আপনার ব্যাটারি পরিবর্তন করুন ।
৭। অপারেটিং সিস্টেম আপডেট রাখুন
আপনার ডিভাইস এর সর্বশেষ সফ্টওয়্যার সংস্করণ চলছে কিনা তা নিশ্চিত করুন। আপডেটের কারনে প্রায়শই কর্মক্ষমতার উন্নতি এবং বাগ ফিক্স অন্তর্ভুক্ত হয়ে থাকে। এর জন্য আপনার ফোনের সেটিংস > জেনারেল > সফ্টওয়্যার আপডেট অপশনে গিয়ে, আপডেটের জন্য চেক করুন।
৮। সাফারি ক্যাশে (cache) সাফ করুন
আপনি যদি ঘন ঘন Safari ব্যবহার করে থাকেন। তাহলে আপনার এই ব্যবহারের ফলে আপনার ডিভাইসের সাফারিতে অনেক ক্যাশে (cache) জমা হয়ে থাকে। আর এই ক্যাশে (cache) জমার কারনেও আপনার ডিভাইসটি স্লো হয়ে পরতে পারে। এজন্য আপনি ঘন ঘন আপনার ডিভাইসের সাফারি ক্যাশে (cache) পরিষ্কার করুন। সাফারি ক্যাশে (cache) পরিস্কার করতে আপনাকে যা করতে হবে। তা হলো, সেটিংস > Safari > Clear History এবং Website Data-এ যান। এর পর ঐখান থেকে সব ডিলিট করে দিন।
৯। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ রাখুন
আপনার ডিভাইসকে অনেক দ্রুত এবং ফাস্ট রাখতে ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলিকে বন্ধ করে রাখতে পারেন। কেননা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলোর কারনে আপনার ফোন এর গতি কমে যায়। আর এই ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলিকে বন্ধ করতে আপনার ফোনের সেটিংস > জেনারেল > ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করতে পারেন।
১০। রিসেট সেটিংস
আপনার ফোনকে ফাস্ট ও গতি সম্পূর্ণ করতে
সর্বশেষ যে কাজটি করতে পারেন। আপনার শেষ অবলম্বন হিসাবে, আপনার ফোনের কোন প্রকার ডেটা হারানো ছাড়াই আপনার ডিভাইসের সমস্ত সেটিংস পুনরায় সেট করতে পারেন৷
এর জন্য আপনি প্রথমে আপনার ফোনের সেটিংস এ যান,
এরপর জেনারেল > রিসেট > সমস্ত সেটিংস রিসেট এ যান। এখান থেকে আপনি আপনার ফোনের সমস্ত সেটিংস রিসেট করে নিতে পারেন
।
আপনি এই ১০টি টিপসের মাধ্যমে আপনার স্লো
হয়ে যাওয়া আইফোন বা আইপ্যাড কে আবারও
অধিক ফাস্ট করে তুললে পারেন।
Post a Comment
0Comments