উইন্ডোজ ল্যাপটপ চালু হচ্ছে না? যে ৫টি কাজ করবেন। laptop not turning on, what should I do now?

Shamim Ahmed
By -
0

আপনি নিশ্চয় চাইবেন না আপনার উইন্ডোজ ল্যাপটপটি চালু হতে অনেক সময় চলে যাক। কেননা একজন উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারকারীর কাছে তার উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারের সময় সব থেকে বিরিক্তিকর এবং হতাশা জনক সমস্যাটি হলো ল্যাপটপ ঠিক সময় চালু না হওয়া বা অনেক ধীরগতিতে চালু হওয়া। 


আপনি হয়তো আপনার উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারের সময় প্রায় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। ল্যাপটপ ধীরগতিতে চালু হওয়া বা চালু হতে দীর্ঘ সময় লেগে যাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারকারীর জন্য। আর এই ধীরগতিতে বা লম্বা সময় নিয়ে উইন্ডোজ ল্যাপটপ চালু হবার কারনে আপনাকে হয়ত অনেক সমস্যায় পরতে হচ্ছে বিভিন্ন জটিল কাজ সম্পাদন করার সময়। আবার এই উইন্ডোজ ল্যাপটপ ধীরগতির কারনে আপনাদের অনেক হতাশার মধ্যেও পরতে হয় কখনো কখনো যা, একজন উইন্ডোজ ল্যাপটপ ব্যবহারকারীর কাছে কখনই গ্রহণযোগ্য নয়। 


তবে এই উইন্ডোজ ল্যাপটপ ধীরগতির কারনে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। উইন্ডোজ ল্যাপটপ এ বেশ কয়েকটি সাধারণ সমস্যা রয়েছে যার কারনে উইন্ডোজ ল্যাপটপ চালু হতে অনেক সময় নিয়ে থাকে। 

এই আর্টিকেলে আমি আপনার ল্যাপটপ সুপার ফাস্ট চালু করার জন্য এমন পাঁচটি টিপস শেয়ার করবো যা চেক করার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ ল্যাপটপটি আবার আগের মত সুপার ফাস্ট করে তুলতে পারবেন। এবং খুব কম সময়ে আপনার উইন্ডোজ ল্যাপটপটি চালু হয়ে যাবে।



১। বিদ্যুৎ সংযোগ

সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যুৎ সংযোগ। কিন্তু প্রায়ই এই বিদ্যুৎ সংযোগ এর বিষয়টি সকল ল্যাপটপ ব্যবহারকারীর কাছে উপেক্ষিত। আপনার ল্যাপটপ এর বিদ্যুৎ সংযোগ এর কারনেও কিন্তু আপনার উইন্ডোজ ল্যাপটপটি চালু হয়ে অনেক বেশী সময় নিয়ে থাকে। সরবপ্রথম আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার ল্যাপটপটি একটি বিদ্যুৎ সংযোগ এর সাথে সঠিকভাবে সংযুক্ত রয়েছে কিনা। এমন আপনি আপনার ল্যাপটপ এর পাওয়ার অ্যাডাপ্টার, পাওয়ার আউটলেট এবং যেকোনো পাওয়ার স্ট্রিপ বা সার্জ প্রোটেক্টর চেক করতে পারেন। এছাড়াও আপনি যদি উইন্ডোজ ল্যাপটপটি ব্যাটারির সাহায্যে ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার ল্যাপটপ এর ব্যাটারি চেক করে নিতে হবে। কখনও কখনও, একটি নিষ্কাশন ব্যাটারি বা একটি ত্রুটিপূর্ণ পাওয়ার তারের কারনেও আপনার ল্যাপটপ এর সাথে এমন হতে পারে। আর এর জন্য জন্য ল্যাপটপ চালু করার পূর্বে সকল পাওয়ার সাপ্লাই ভালোভাবে চেক করে নিন।


২। হার্ডওয়্যার সংযোগ বিচ্ছিন্ন

অনেক সময় আপনি হয়তো আপনার কাজের জন্য আপনার ল্যাপটপ অনেক যায়গায় নিয়ে গিয়ে থাকেন। আর এই বহন করার কারনে অনেক সময় আপনার ল্যাপটপ এর বিভিন্ন হার্ডওয়্যার সংযোগ আলগা হয়ে যেতে পারে । যেমন, RAM, হার্ড ড্রাইভ বা অন্য কোন অপসারণযোগ্য উপাদান। আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে, আপনার ল্যাপটপ এর সকল কিছু সঠিকভাবে সংযুক্ত এবং সূক্ষ্মভাবে কাজ করছে কিনা। কেননা এই হার্ডওয়্যার সংযোগ বিচ্ছিন্ন হবার কারনেও আপনার ল্যাপটপটিকে চালু হতে বাধা দিতে পারে।


৩। বাহ্যিক ডিভাইস

বাহ্যিক ডিভাইস যেমন, USB ড্রাইভ, বাহ্যিক হার্ড ডিস্ক এবং পেরিফেরাল সহ সমস্ত বাহ্যিক ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করে ফেলুন। কখনও কখনও, একটি ত্রুটিপূর্ণ বাহ্যিক ডিভাইস এর কারনে স্টার্টআপ প্রক্রিয়াতে হস্তক্ষেপ করতে পারে। সেজন্য আপনি কোনো প্রকার বাহ্যিক ডিভাইস সংযুক্ত না করেই আপনার ল্যাপটপ বুট করার চেষ্টা করতে পারেন এবং এটা করে দেখেতে পারেন আপনার উইন্ডোজ ল্যাপটপ এ কোনো পার্থক্য হয়েছে কিনা।


৪। ডিসপ্লে সমস্যা

যদি আপনার ল্যাপটপটি চলমান বলে মনে হয় কিন্তু স্ক্রীনটি কালো হয়ে থাকে তাহলে এটি একটি প্রদর্শন সমস্যা হতে পারে। এই সমস্যাটি চেক করার জিন্য আপনি আপনার ল্যাপটপটিকে একটি বাহ্যিক মনিটরের সাথে সংযুক্ত করতে পারেন এবং দেখেতে পারেন যে, আপনার ল্যাপটপ এর সমস্যাটি ল্যাপটপের স্ক্রীন বা অভ্যন্তরীণ উপাদানগুলির সাথে রয়েছে কিনা। আর এটা একটি উত্তম উপায় হতে পারে আপনার ল্যাপটপটি ডিসপ্লে সমস্যা আছে কিনা তা নির্ধারণ করতে। এর মাধ্যমে আপনি বুজতে পারবেন যে, আপনার ডিসপ্লে ত্রুটিপূর্ণ নাকি আপনার ল্যাপটপে অন্য কোন সমস্যা রয়েছে।


৫। বুট কনফিগারেশন

ভুল বুট কনফিগারেশন স্টার্টআপ আপনার উইন্ডোজ ল্যাপটপকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। আপনার উইন্ডোজ ল্যাপটপ এ বুট কনফিগারেশন স্টার্টআপ করার সময় BIOS বা UEFI সেটিংস অ্যাক্সেস করতে পারেন। (সাধারণত আপনার ল্যাপটপের মডেলের উপর নির্ভর করে F2, F10, বা Del টিপে) এবং বুট অর্ডার সঠিক কিনা তা পরীক্ষা করে নিন। প্রাথমিক বুট ডিভাইসটি আপনার ল্যাপটপের অভ্যন্তরীণ হার্ড ড্রাইভ হওয়া উচিত। আপনার বুট অর্ডারটি যদি ভুল হয়, তাহলে আপনি সেই অনুযায়ী সামঞ্জস্য করুন এবং পরিবর্তনগুলি সংরক্ষণ করুন।


উপরে উল্লেখিত এই ৫ টি কাজ করতে পারলে আপনার উইন্ডোজ ল্যাপটপটি চালু হতে যে সময় নিত সেই সমস্যাটি ঠিক হয়ে যাবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)
Blogger Channel Image
Tech Tips And Tricks Subscribe To Read More Tech Tips And Tricks News
Subscribe