অল্প পুজিতে ১১ টি লাভজনক ব্যবসার দারুন আইডিয়া। 11 Best Business Idea In Bangladesh - Tech tips and tricks

Shamim Ahmed
By -
0

আপনি ভাবছেন একটা ব্যবসা করবেন।কিন্তু কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না। আবার ভাবছে ব্যবসা করবেন এত টাকা কথাই পাবেন। আসল কথাটি হলো ব্যবসা করতে টাকা নয় লাগে শ্রম আর দক্ষতা। আপনি চাইলে  কম পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তার জন্য প্রয়োজন দক্ষতা, উদ্ভাবনী, সৃজনশক্তি আর অধ্যাবসায়। 

অল্প টাকায় ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমেই চিহ্নিত করতে হবে আপনার আগ্রহ দক্ষতার ক্ষেত্র। যেহেতু আপনার এই সব ব্যবসায় বিনিয়োগ কম তাই বাস্তবে আপনি বিক্রি করবেন আপনার দক্ষতা আর শ্রম। সেজন্য আপনাকে প্রথমে তৈরি হতে হবে ব্যবসার জন্য। আপনি ব্যবসা শুরুর আগে একটি বার ভাবুন আপনার কোন বিষয়ের উপরে ভালো দক্ষতা জ্ঞান রয়েছে। কেননা একজন মানুষের সব কিছুর উপরে সমান দক্ষতা কখনই থাকেনা। আপনি হয়তো কোনও একটি বিষয়ের উপরে খুবই দক্ষ। আর এই দক্ষতাকে কাজে লিগিয়ে আপনি অল্প পুজিতে লাভজনক ব্যবসা করতে পারবেন।


কেননা আপনার যদি ব্যবসার ক্ষেত্রটিতে যথেষ্ট দক্ষতা না থাকে তাহলে লাভজনক ব্যবসা করা সম্ভব হবে না আপনার জন্য। আপনি যত টাকাই ইনভেস্ট করেন না। মনে রাখবেন আপনার টাকা যতই কম হক না  কেন আপনার পরিশ্রমের পাশাপাশি ব্যবসায়িক বিষয়টি সম্পর্কে আপনার আগ্রহ থাকাটাও অনেক জরুরি।


জেনে নিন এমন ১১ টি বিজনেস আইডিয়া যা আপনি শুরু করতে পারবেন ১০ হাজার বা তার থেকেও কম পুঁজিতে।

 

. খাবারের হোম ডেলিভারি:

আজকের কর্মব্যস্ততার যুগে বাড়িতে রোজ রান্না করার সুযোগ হয় না অনেকেরই, আবার প্রতিদিন হোটেলের খাবারও খেতে চান না বেশিরভাগ মানুষ। এই চাহিদা মেটাতেই শুরু হয়েছিল খাবারের হোম ডেলিভারির ব্যবসা। নিজের বাড়িতে রান্না করে পৌঁছে দিন বাড়ি বাড়ি, সময়ে মতো সুস্বাদু খাবার দিতে পারলে ব্যবসার অভাব হবে না। কলেজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে ব্যবসার সুযোগ বেশি। শহরের বাইরে থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরা অনেকেই রোজকার রান্না করতে চান না, সেক্ষেত্রে তাঁরা নির্ভর করেন হোম ডেলিভারির ওপর। এছাড়া অনেক ছোট পরিবারও রোজকার খাবারের জন্য হোমডেলিভারির খাবারের ওপরই নির্ভর করেন। ১০হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা।

 

. ফলের রস:

প্রথমেই বেছে নিতে হবে জায়গা। এমন জায়গায় নির্বাচন করতে হবে যাতে সহজেই চোখে পড়ে। আসে পাশে অফিস, স্কুল, কলেজ থাকলে বিক্রি হওয়ার সুযোগ বেশি। ওইসব জায়গায় ফলের রসের কিয়স্ক বসানোর অনুমতি পত্র যোগাড় করতে হবে, এবং আপনাকে সেই জায়গাটি ভাড়া নিতে হবে এর পর দরকার কাঁচামাল আর ফলের রস তৈরির যন্ত্র। গোটাটাই ১০ হাজার টাকার কমে আপনি ব্যবস্থা করতে পারবেন সহজেই।



. মেকআপ আর্টিস্ট:

আপনি যদি সাজাতে ভালবাসেন, যদি থাকে উপযুক্ত প্রশিক্ষণ, তাহলে খুব সহজেই অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করা সম্ভব। কনে সাজানো থেকে পার্টি মেকআপ অথবা নাচ বা অন্যান্য অনুষ্ঠান, ডাক পেতে পারেন বিভিন্ন জায়গা থেকে। এক্ষেত্রেও একটি ওয়েবসাইট থাকলে ক্রেতার কাছে পৌঁছনো সহজ হবে। আর তাই আপনি চাইলে একটি ওয়েবসাইট খুলেও এই ব্যবসা শুরু করতে পারেন।

 

. কাস্টমাইজড গয়না তৈরি:

নতুন ধরণের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন। ১০ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরণের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় ঢাকার বিভিন্ন বাজারে। পছন্দ মতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না। আর আয় করুন অনেক টাকা। আর এর ব্যবসা আপনি খুব অল্প পুজিতে শুরু করতে পারবেন।

 

. বিউটিশিয়ান:

আপনার উপযুক্ত দক্ষতা প্রশিক্ষণ থাকলে অল্প পুঁজিতে এই ব্যবসা করা সম্ভব। আপনি প্রথমেই কিনে ফেলুন প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ। বাড়িতে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, অয়েল ম্যাসাজ বা ওয়্যাক্সিংয়ের মতো পরিষেবা দিন ক্রেতাকে। অনেকে বিউটি পার্লারে না গিয়ে বাড়িতেই এই সমস্ত পরিষেবা পেতে পছন্দ করেন। কেননা আজকাল সমস্ত বিউটি পার্লার গুলো বিশেষ করে বাজারে হয়ে থাকে। যার কারনে অনেকেই আছে যারা বাজারে যেতে অপছন্দ করেন। আপনি সেই সব লোকদের নিয়ে এই ব্যবসা খুব সহজে অল্প পুজিতে শুরু করতে পারেন।

 

. দর্জির দোকান:

আপনি যদি মাত্র ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে চান। তা'হলে ভাবতে পারেন দর্জির দোকানের কথা। তবে এক্ষেত্রে আপনার অবশ্যই থাকতে হবে উপযুক্ত দক্ষতা সৃজনশীলতা। নিজের বাড়ি থেকেও এই ব্যবসা করতে পারেন। ক্রেতার বাড়ি গিয়ে ডিজাইন আর মাপ নিয়ে এসে বাড়িতে বসে বানিয়ে পৌঁছে দিয়ে আসুন ক্রেতার বাড়িতে। অনলাইনে বহু নতুন নতুন অভিনব ডিজাইন পাওয়া যায়, সেখান থেকে নিজের পছন্দ মতো ক্যাটালগ তৈরি করে নিতে পারেন।

 

. টিফিন ডেলিভারি:

খাবারের হোম ডেলিভারির মতোই আরেকটি লাভজনক ব্যবসা টিফিন ডেলিভারি। পরিবারের সকলকেই যখন কাজে বেরোতে হয়, অফিসে যাওয়ার আগে টিফিন তৈরি করে নিয়ে যাওয়া প্রায় কারোও পক্ষেই সম্ভব হয় না। আর তাই আপনি যদি উন্নত গুণমানের ঘরে তৈরি খাবার পৌঁছে দিতে পারেন অফিসে তাহলে বিক্রি হবে ভালই। খাবার পৌঁছতে হবে অফিস এলাকায়, তার জন্য লোক রাখতে পারেন। ১০ হাজারা টাকায় ব্যবসা শুরু করে লাভের মুখ দেখুন প্রথম মাসেই।

 

. মোবাইল রিচার্জের দোকান:

অনলাইন রিচার্জের যুগেও বেশিরভার উপভোক্তাই এখনও স্থানীয় দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করতেই বেশি সাচ্ছন্দ বোধ করেন অনেকেই। তাই পাড়ায় একটি ছোট দোকান ঘর ভাড়া করে কম খরচে শুরু করতে পারেন এই ব্যবসা। এর জন্য প্রথমে আপনাকে নেটওয়ার্ক প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করে চুক্তিবদ্ধ হতে হবে। জেনে নিতে হবে কমিশন রেট। বাজারে দোকান না কিনে পাড়ার ছোট দোকার ঘর ভাড়া নিলে ১০ হাজার টাকায় ব্যবসা শুরু সম্ভব।

 

. মিনারেল ওয়াটারের ব্যবসা:

কম টাকায় লাভজনক ব্যবসা করতে হলে বাড়িতে বাড়িতে মিনারেল ওয়াটারের ড্রাম পৌঁছে দেওয়া একটা সহজ উপায়। ১০ হাজার টাকায় আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। শহরাঞ্চল শহরতলিতে বহু পরিবারই পানির জন্য নির্ভর করে এই পানি বিক্রেতাদের ওপর। এই কাজ পরিশ্রমসাধ্য, ভ্যানে করে পানির ড্রাম টেনে নিয়ে যেতে হয় পাড়া থেকে পাড়া। আর তাই এই ব্যবসা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে।

 

১০. ফুড ভ্যান:

ছোট ফুড ভ্যানে করে খাবার বিক্রি করলে আপনি মাত্র ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন রাখতে পারেন রোল-চাউমিন অথবা বার্গার-স্যান্ডউইচের মতো খাবার। নতুন ধরণের খাবারও চেষ্টা করতে পারেন। খাবার সুস্বাদু হওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারলে বিক্রি ভাল হবে। অফিস এলাকায় বিক্রি বেশি হওয়া সম্ভাবনা বেশি। ১০ হাজার টাকায় ব্যবসার উপায় আছে অনেক, আপনাকে বুঝতে হবে বাজারের চাহিদা আর চিহ্নিত করতে হবে নিজের দক্ষতা আর আগ্রহ। এই ছোট ব্যবসায় আপনার দক্ষতা আর উদ্ভাবনী শক্তিই আপনার পুঁজি। সেই পুঁজিকে কাজে লাগিয়েই শুরু করতে পারেন ব্যবসা। দক্ষতা অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে আয়।

 

১১. চায়ের দোকান:

চায়ের দোকান খুলতে ভাড়া করতে হবে একটা ছোট দোকান ঘর বা স্টল বসানোর জায়গা, কিনতে হবে কিছু বেঞ্চ আর টেবিল। ১০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে পুরোটাই। আর পাঁচটা চায়ের দোকানের থেকে খানিক আলাদা ভাবে সাজিয়ে নিন আপনার দোকান। দেওয়ালে ছবি আঁকাতে পারেন, বা টেবিল-বেঞ্চের রঙে আনতে পারেন নতুনত্ব। দোকানের অন্দরসজ্জাই এক্ষেত্রে হবে প্রধান। পাশাপাশি ভাল মানের চা যদি কম দামে বিক্রি করতে পারেন ব্যবসা বাড়বে। সঙ্গে মুখরোচক কিছু স্ন্যাক্সের ব্যবস্থাও রাখতে পারেন। 

Post a Comment

0Comments

Post a Comment (0)
Blogger Channel Image
Tech Tips And Tricks Subscribe To Read More Tech Tips And Tricks News
Subscribe