আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ এর এই অসাধারণ গোপন ফিচার গুলো জানেন কী? যদি না জানেন তাহলে এই পোস্টে আপনি এমন কিছু অসাধারণ গোপন ফিচার সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য জানা খুবই প্রয়োজন।
বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন অনেক গোপন ফিচার রয়েছে যা অনেকেরই অজানা। কিন্তু একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হিসাবে এই গোপন ট্রিক্সগগুলো জানার পরে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ব্যাপকভাবে উন্নত করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এর এমনি দরকারী কিছু টিপস এবং কৌশলগুলির মধ্যে রয়েছে বার্তা সম্পাদন করা, লাইভ অবস্থান শেয়ার করা এবং নির্দিষ্ট চ্যাট বা বার্তাগুলির জন্য দ্রুত অনুসন্ধান করা।
গোপনীয়তা বৈশিষ্ট্যগুলির মধ্যে যেমন, আপনার হোয়াটসঅ্যাপ অদৃশ্য হয়ে যাওয়া বার্তাগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, মোবাইলে হোয়াটসঅ্যাপটি আপনার ফেসলক অথবা ফিঙ্গার লক করে রাখতে পারবেন, আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ লক করে রাখেন তাহলে আপনি ব্যতীত অন্য কেও আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। এছাড়াও আপনি চাইলে আপনার প্রোফাইল ছবি লুকিয়েও রাখতে পারবেন।
বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে একটি। হোয়াটসঅ্যাপ ক্রমাগত নতুন বৈশিষ্ট্য যোগ করেই চলেছে যা মেসেজিং অ্যাপটিকে আরও বেশি উপযোগী করে তুলেছে একজন ব্যবহারির কাছে। এই মেসেজিং অ্যাপ এমন পর্যায়ে পৌঁছেছে এবং এর অগ্রযাত্রার সাথে সাথে এই হোয়াটসঅ্যাপে এমন অনেকগুলি দুর্দান্ত ফিচার যুক্ত হয়েছে সে সম্পর্কে হয়তো আপনি এখনও কিছুই জানেন না।
যেমন হোয়াটসঅ্যাপ-এ কীভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, কীভাবে একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়, এবং কীভাবে দুটি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই ফোনে ব্যবহার করতে হয়, এছাড়াও ভুল মেসেজ সংশোধন কিভাবে করবেন, কিভাবে গোপনীয়তার সাথে আপনি কাওকে আপনার ছবি শেয়ার করবে।এই সব ছাড়াও আরও অনেক টিপস এবং কৌশল রয়েছে যা জানার পর আপনার হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
হোয়াটসঅ্যাপ সাধারণ কিছু টিপস এবং কৌশল ( WhatsApp General Tips And Tricks)
হোয়াটসঅ্যাপ ভুল ম্যাসেজ সংশোধন ( Correction Your Wrong Message After Sent)
2023 সালে হোয়াটসঅ্যাপ দুর্দান্ত একটি নতুন ফিচার যোগ করেছে যা একজন হোয়াটসঅ্যাপ ব্যবহার কারীর জন্য খুবই প্রয়োজনীয়। আর এই ফিচার টি হলো আপনি যদি কাওকে ভুল ম্যাসেজ সেন্ট করেন তাহলে আপনি এই ভুল ম্যাসেজ সেন্ট করার ১৫ মিনিটের মধ্যে তা সংশোধন করতে পারবেন। আর এই কাজটি আপনাকে সেই ম্যাসেজটি সেন্ট করার ১৫ মিনিটের মধ্যে করতে হবে। এর পরে, আপনি আর কোনো ম্যাসেজ পরিবর্তন করতে পারবেন না। যার ফলে আপনাকে আর ঐ ম্যাসেজটি ডিলিট করার দরকার পরবেনা।
এই কাজটি আপনি আপনার iOS এবং Android দুই ফোনেই করতে পারবেন।
যেভাবে ভুল ম্যাসেজ সংশোধন করবেন।
iOS এবং Android:
১। আপনি যে ম্যাসেজটি সংশোধন করতে চান সেই ম্যাসেজ টির উপরে চাপ দিয়ে কিছুক্ষন ধরে রাখুন।
২। এবার Edit অপশন এ ক্লিক করুন।
৩। ক্লিক করার পর আপনি আপনার ম্যাসেজ এর যে অংশটুকু সংশোধন করতে চাইছেন সেইটুকু অংশ পরিবর্তন করুন.
৪। আপনার ম্যাসেজটি এখন সেন্ট করতে সেন্ট বাটনে ক্লিক করুন।
লোকেশান শেয়ার (Shear your Location )
আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে কাওকে প্রয়োজন তাকে আপনার লোকেশন সেন্ট করতে পারবেন। ধরুন আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে নতুন কোন এক যায়গায় গিয়েছেন। কিন্তু আপনি সেই যায়গাটি এবং আপনার অবস্থান সম্পর্কে আপনার বন্ধুকে সঠিক ধারণা দিতে পারছেন না। তখন আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার লাইভ লোকেশান আপনার বন্ধু কাছে সেন্ট করতে পারবেন। আর এই কাজটি আপনি ১৫ মিনিট, এক ঘন্টা বা আট ঘন্টার জন্য আপনার লাইভ অবস্থান আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন।
আপনি আপনার ফোন থেকে লাইভ লোকেশান সেন্ট করবেন যেভাবে,
iOS এবং Android:
১। আপনি যাকে আপনার লাইভ লোকেশান সেন্ট করতে চাইছেন প্রথমে আপনি তার ম্যাসেজ চ্যাট এ যান।
২। এখানে আসার পর iOS-এর জন্য + (প্লাস) আইকন এবং অ্যান্ড্রয়েডে পেপারক্লিপ আইকনে ক্লিক করুন।
৩। এবার লোকেশান অপশন এ ক্লিক করুন।
৪। ক্লিক করার পরে আপনার লোকেশান চলে আসবে। এখন আপনি শেয়ার লাইভ লোকেশান এ ক্লিক করুন।
৫। এবার আপনি কত সময়ের জন্য আপনার লোকেশান শেয়ার করতে চান 5 মিনিট, ১ ঘন্টা বা ৮ ঘন্টা তা নির্বাচন করুন।
চাইলে আপনার মোবাইল এ সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > অপশনে লাইভ অবস্থানে গিয়ে কার সাথে আপনার লাইভ লোকেশন শেয়ার করছেন তা দেখতে পারবেন।
সমস্ত চ্যাট অনুসন্ধান ( Search Your All Chat)
আপনি বেশ কিছুদিন আগে আপনার বন্ধুর সাথে অনেক প্রয়োজনীয় কিছু তথ্য শেয়ার করেছিলেন। শেয়ার করার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এখন আপনার সেই তথ্যটি খুবই দরকার।
এখন আপনি সেই তথ্যটি কিভাবে বের করবেন?
iOS এবং Android:
১। আপনার হোয়াটসঅ্যাপ এর চ্যাট তালিকায়, iOS-এর জন্য Search অপশনে এবং Android-এর জন্য Search আইকনে ক্লিক করুন।
২। আপনি আপনার বন্ধুর সাথে যে তথ্যটির কিছু অংশ আপনার মনে আছে সেটা এই Search বারে টাইপ করুন।
৩। Search বারে করার পরে আপনি বার্তাগুলির একটি তালিকা নিচে দেখতে পাবেন। এখন আপনি আপনার কাঙ্ক্ষিত ম্যাসেজটি খুজে বের করুন।
৪। বের করার পর সেই মেসেজটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে চ্যাটের মধ্যে সেই নির্দিষ্ট বার্তায় নিয়ে যাবে।
একটি নির্দিষ্ট চ্যাট অনুসন্ধান করুন(Search For A specific Chat)
আপনি যদি আপনার সমস্ত চ্যাটের পরিবর্তে একটি নির্দিষ্ট চ্যাট অনুসন্ধান করতে চান তবে এটিও সম্ভব। হতে পারে আপনি একটি নির্দিষ্ট মিটিং স্থান সম্পর্কে একটি কথোপকথন ছিল, অথবা তারা আপনাকে তাদের অন্য যোগাযোগ নম্বর বা উদাহরণের জন্য তাদের ঠিকানা পাঠিয়েছে।
এখন এটা কিভাবে বের করবেন?
iOS:
১। আপনি যে চ্যাটটি অনুসন্ধান করতে চান সেটি খুলুন এবং স্ক্রিনের উপরে যোগাযোগের তথ্যটিতে ক্লিক করুন।
২। অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
৩। আপনি যে তথ্যটি খুজতে চান সেই তথ্যটি আপনার অনুসন্ধান শব্দে লিখুন।
৪। এবার সেই বার্তাটিতে নেভিগেট করতে একটি ফলাফলে যেখনো একটিতে ক্লিক করুন।
Android:
১। আপনি যে চ্যাটটি অনুসন্ধান করতে চান সেটি খুলুন এবং মেনু আইকনে ক্লিক করুন।
২। অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
৩। আপনি যে তথ্যটি খুজতে চান সেই তথ্যটি আপনার অনুসন্ধান শব্দে লিখুন।
৪। এবার সেই বার্তাটিতে নেভিগেট করতে একটি ফলাফলে যেখনো একটিতে ক্লিক করুন।
ফটো এবং ভিডিও অটো সেভ ( Save Your Photos And Video Automatically )
আপনাকে কেও একজন ছবি সেন্ট করার একটু পরেই ডিলিট করে দিয়েছে, এমন অবস্থায় আপনি কি করবেন। এমন অবস্থার জন্য WhatsApp-এ দারুন একটি ফিচার রয়েছে। আর সেই ফিচারটি হলো ফটো এবং ভিডিও অটো সেভ । আপনি যদি এই অটো সেভ অপশনটি চালু করে রাখেন আর এমন অবস্থায় আপনাকে যদি কেও কোন ছবি বা ভিডিও পাঠিয়ে থাকে তাহলে ঐ ছবি এবং ভিডিও অটোমেটিক সেভ হয়ে যাবে। এই ফিচারটি কিন্তু অনেক দারুন আপনার জন্য । কেমনা আপনাকে আর কোন ছবি বা ভিডিও সেভ করার প্রয়োজন পরবেনা। আর এই ফিচারটি আপনি কাস্টমাইজ রাখতে পারেন যাতে আপনি যখন Wi-Fi কিংবা মোবাইল ডাটা ব্যবহার করবেন তখনই ছবি এবং ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে৷
ফিচারটি যেভাবে চালু করবেন।
iOS এবং Android:
১। আপনার WhatsApp খুলুন এবং সেটিংস অপশনে ক্লিক করুন।
২।স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করুন।
৩। মিডিয়া অটো-ডাউনলোডের অধীনে প্রতিটি বিকল্পকে (Photo, Audio, Video, And Documents) অটোমেটিক ডাউনলোড/সেভ করার জন্য Wi-Fi and Cellular অপশনে সেট করুন। এছাড়াও আপনি এখানে শুধু Wi-Fi অপশন অথবা Cellular সিলেক্ট করতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারেন।
চ্যাট আর্কাইভ (Archive Your Chat)
আর্কাইভ চ্যাট এর মাধ্যমে আপনি আপনার চ্যাট স্ক্রীন থেকে একটি কথোপকথন বা চ্যাট নাম্বার লুকিয়ে রাখতে পারবেন। ধরুন আপনি একজনের সাথে গোপনীয় তথ্য নিয়ে চ্যাট করেছেন কিন্তু আপনি চান না আপনার সেই চ্যাট অন্য কেও আপনার অনুপস্থিতিতে দেখে ফেলুক। আর তাই আপনি চান আপনার সেই চ্যাটটি অদৃশ্য করে রখতে। আপনি এই কাজটি আর্কাইভ এর মাধ্যমে করতে পারবেন। আর্কাইভ করার ফলে আপনার চ্যাট আপনি ছাড়া অন্য কেওই দেখতে পারবেনা। তবে আর্কাইভ করার ফলে আপনার ঐ নাম্বারে ম্যাসেজ এর কোন প্রকার সমস্যা বা ডিলিট হয়ে যাবেনা। এই আর্কাইভ চ্যাট আপনার কথোপকথনগুলিকে অন্যন্য লোকের কাছ থেকে লুকিয়ে রাখতে সাহায্য করবে। যতক্ষণ না আপনি চ্যাট ডিসপ্লের উপরে থেকে নিচের দিকে স্লাইট করবেন এবং আর্কাইভড চ্যাট ট্যাবে ট্যাপ করবেন ততক্ষণ সেগুলি অদৃশ্য হয়ে যাবে।
চ্যাট আর্কাইভ করতে আপনাকে যা করতে হবে সেটা হলো-
iOS:
১। আপনি আপনার WhatsApp ওপেন করুন এবং যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চাইছেন ঐ চ্যাট এর উপরে চাপ দিয়ে ধরে রাখুন।
২। অথবা আপনি যে চ্যাটটি আর্কাইভ করতে চান সেই চ্যাটটি বাম দিকে সোয়াইপ করুন।
৩। এবার আর্কাইভ অপশন ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই চ্যাট অদৃশ্য হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড:
১। আপনি আপনার WhatsApp ওপেন করুন এবং যে চ্যাটটি আপনি আর্কাইভ করতে চাইছেন ঐ চ্যাট এর উপরে চাপ দিয়ে ধরে রাখুন।
২। এবার আর্কাইভ অপশন ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই চ্যাট অদৃশ্য হয়ে যাবে।
Post a Comment
0Comments