অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পিডিএফ ফাইলে স্বাক্ষর করার উপায় । How to Sign PDF File with Android Mobile

Shamim Ahmed
By -
0

ধরুন আপনার একটি ফাইলে সাক্ষর করার খুবই প্রয়োজন। আর সেই ফাইলটি পিডিএফ আকারে আপনার মোবাইলে রয়েছে। কিন্তু আপনি জানেন না কিভাবে এই পিডিএফ ফাইলটি আপনার মোবাইল এর মাধ্যমে সাক্ষর করবেন। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পিডিএফ ফাইলে সাক্ষর করার সঠিক উপায় না জানার কারনে আপনাকে অনেক দোরঝাপ করতে হয়। যেমন, আপনাকে প্রথমে কোন একটি কম্পিউটারের দোকানে যেতে হবে। এরপর সেখানে গিয়ে আপনার ঐ ফাইলটি প্রিন্ট করে এর পর আপনার সাক্ষর করতে হয়। এই প্রসেসটি সম্পূর্ণ করতে একদিকে যেমন আপনার সময় নষ্ট হবে সেই সাথে টাকাও খরচ হবে আপনার।


কিন্তু আপনি এই একই কাজটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করতে পারবেন। আর এই  অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পিডিএফ ফাইলে সাক্ষর করার প্রচুর উপায় রয়েছে। এছাড়াও আপনি যদি চান আপনার ফাইলে কোন একটি অংশ হাইলাইট করা দরকার আপনি এই কাজটিও করতে পারবেন, তাছাড়া স্ট্রাইক করা বা একটি ডকুমেন্ট মার্ক আপ করাসহ আরও অনেক ধরনের কাজ করতে পারবেন। 




 Cam Scanner  অত্যান্ত দারুন একটি অ্যাপস. এই অ্যাপস এর মাধ্যমে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন.  এই অ্যাপস ব্যাবহারের জন্য আপনাকে কোন প্রকার  সাবস্ক্রিপশন  করার প্রয়োজন পরবেনা. আপনি এই অ্যাপটি সাবস্ক্রিপশন  ছাড়াই মৌলিক কাজগুলো সম্পাদনা করতে পারবেন. 


Cam Scanner দিয়ে আপনি বিভিন্ন্ ফাইল স্ক্যান করতে পারবেন। এছাড়াও Cam Scanner দিয়ে এক্সেল থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে আবার পিডিএফ ফাইল কে এক্সেলে কনভার্ট করতে পারবেন। এই Cam Scanner দিয়ে আপনি আপনার আইডি, ফটো থেকে টেক্সট, আইডি ফটো মেকার ইত্যাদি কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। 


Cam Scanner  পিডিএফগুলি সনাক্ত করতে  আপনার ডিভাইসটি প্রথমে স্ক্যান করবে, আর এই স্ক্যানিং এর মধ্যমে Cam scanner আপনার ডিভাইসের প্রাথমিক "সমস্ত পিডিএফ" আপনার সামনে নিয়ে আসবে। এরপর আপনি স্ক্রিনের মাধ্যমে স্ক্রোল করে আপনার নির্দিষ্ট ফাইলটি খুজে নিতে পারবেন। 


এখন আপনি আপনার ফাইল এ সাক্ষর করার জন্য নিচে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো। আপনি এই স্টেপ গুলো ফলো করলেই খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত কাজটি সম্পন্য করতে পারবেন।



সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে Cam Scanner লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনার সামনে নিচের ছবির মত একটি অ্যাপ চলে আসবে। এখন আপনাকে এই অ্যাপ টি আপনার ফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। 





অ্যাপটি ইন্সটল করা সম্পূর্ণ হয়ে গেলে এখন আপনাকে  Cam scanner অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পর ঠিক ছবির মত দেখতে পাবেন।



এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো All অপশনে ক্লিক করতে হবে ঠিক নিচের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। 




All অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবির মতো কিছু অপশন চলে আসবে। এখন আপনাকে এখান থেকে pdf signature অপশনে ক্লিক করতে হবে। 




pdf signature অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ফোন ডিভাইস অপশন চলে আসবে এখন আপনাকে আপনার ডিভাইস এর উপর ক্লিক করতে হবে।



ক্লিক করার সাথে আপনার ফোন এর যে ফোল্ডারে আপনি পিডিএফ ফাইলটি সংরক্ষন করে রেখেছেন সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। ঠিক নিচের ছবির মতো দেখতে পাবেন।




এখানে আসার পর আপনি আপনার যে ফাইলটিতে সাক্ষর করতে চাইছেন, সেই ফাইলটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনার সামনে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। 



ফাইলটি ওপেন হবার পরে আপনাকে যেটা করতে হবে। নিচের কর্নারে Add নামে একটি অপশন দেখতে পাবেন। এখন এই Add অপশন এ ক্লিক করতে হবে। ঠিক যেমন টা উপরের ছবিতে দেখছেন।



Add অপশন এ ক্লিক করার পরে আপনার সামনে দুইটি অপশন চলে আসবে
১। scan a signature
২। Import from album

১। scan a signature - হচ্ছে আপনি আপনার সাক্ষরটি স্ক্যান করে তারপর আপনার ফাইল এ বসাতে পারবেন।

২। Import from album - হচ্ছে আপনি আপনার সাক্ষরটি আগে থেকেই ছবি তুলে আপনার মোবাইল এ রাখেন, তাহলে সেখান থেকেও নিয়ে এসে আপনার ফাইল এ বসাতে পারবেন।

এর মানে হচ্ছে আপনাকে আপনার ফাইল এ সাক্ষর করার জন্য আগে কোন একটি সাদা কাগজের উপরে সাক্ষর করে নিতে হবে। এর পর ঐ সাক্ষরটি স্ক্যান অথবা ছবি নিয়ে এসে আপনার পিডীএফ ফাইল এ বসাতে হবে। 

ঠিক নিচের ছবির মতো করে আপনার সাক্ষরটি স্ক্যান করে নিতে হবে




আপনার সাক্ষরটি স্ক্যান করা সম্পূর্ণ হয়ে গেলে নিচের ছবিতে দেখানো ডান পাশের একদম নিচের দিকে টিক অংশে ক্লকি করতে হবে।


ক্লিক করার পর আপনার ফাইল এর উপরে সাক্ষরটি চলে আসবে। এখন এখানে আপনি আপনার সাক্ষরটি দিতে চাইছেন। সেখানে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে।


বসিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে বিভিন্ন কালার দেখতে পাবেন। আপনি চাইলে আপনার সাক্ষর এর কালার পরিবর্তন করে নিতে পারবে। এমন কি আপনার সাক্ষর এর থিকনেস মোটা বা চিকন ও করে নিতে পারবেন। ঠিক যেমন টা ছবিতে দেখতে পাচ্ছেন।

এরপর আপনার সাক্ষরটি বসানো হয়ে গেলে আপনাকে নিচের ছবিতে দেখনো অংশে ক্লিক করতে হবে


উপরের ছবিতে দেখানো অংশে ক্লিক করার সাথে আপনার সাক্ষরটি সেভ হয়ে যাবে। 

এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনার ফাইলটিকে আপনার মোবাইল এ সেভ করতে হবে। আর এই ফাইলটি সেভ করার জন্য আপনাকে নিচের ছবিতে দেখানো উপরের কর্নারে ডান পাশে Share অপশন এ  ক্লিক করতে হবে। 


Share অপশন এ  ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবির মতো কিছু অপশন চলে আসবে। 


এখন আপনি এখান থেকে আপনার সাক্ষর করা ফাইলটি নিচের দিকে Save to files অপশন এ ক্লিক করে সেভ করে নিতে পারবেন আপনার মোবাইলে। আবার আপনি চাইলে আপনার সাক্ষর করা ফাইল  শেয়ার করতে WhatsApp's, Messenger, Mail অথবা Gmail এর মাধ্যমে আপনার বন্ধুদের সাথে কিংবা আপনার প্রয়োজন মতো যে কারো সাথে শেয়ার করতে পারবেন ।


উপরে দেখানো পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনার প্রয়োজন মতো যখন খুশী সাক্ষর করে, আপনার কাজ সম্পাদন করে নিতে পারবেন। 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Blogger Channel Image
Tech Tips And Tricks Subscribe To Read More Tech Tips And Tricks News
Subscribe