আপনার ব্লগ কন্টেন্ট ইউনিক কিনা কিভাবে বুঝবেন? How do you know if your blog content is unique?

Shamim Ahmed
By -
0

আপনি একজন ব্লগার এবং আপনি আপনার ওয়েবসাইট প্রতিনিয়ত পোস্ট করছে। কিন্তু আপনার পোস্ট ইনডেক্স হচ্ছেনা। আপনারা সবাই জানেন, বর্তমানে গুগল সার্চ ইঞ্জিনে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট যোগ হচ্ছে। আর এই কন্টেন্ট গুলো যোগ হবার কারনে, আপনি যে কন্টেন্ট টি তৈরি করেছেন সেই কন্টেন্ট এর মতো হয়তো গুগল সার্চ ইঞ্জিনে আগে থেকেই অনেক কন্টেন্ট রয়েছে। যেহেতু আগে থেকেই আপনার কন্টেন্ট এর মতো আরও কন্টেন্ট গুগল এ রয়েছে। সেই জন্য গুগল চাইবেনা একই কন্টেন্ট আবারও তাদের সার্চ ইঞ্জিনে ইনডেক্স করতে।

গুগল সার্চ ইঞ্জিনে আপনাদের কন্টেন্ট ইনডেক্স করতে হলে সেই কন্টেন্ট টি অবশ্যই ইউনিক কন্টেন্ট হতে হবে। কিন্তু আপনি যে কন্টেন্ট লিখেছেন বা পোস্ট করেছেন, সেই কন্টেন্ট টি উনিক কিনা সেটা আপনি কিভাবে বুজবেন। কিভাবে জানবেন আপনার মতো একই কন্টেন্ট আগে থেকেই গুগল এ রয়েছে কিনা।

আপনার ব্লগ কন্টেন্টটি ইউনিক কিনা তা নিশ্চিত করতে নিচের এই ১০ টি টিপস ফলো করতে পারেন। 

আমি আসা করি আপনার ব্লগ কন্টেন্ট ইনডেক্স হবে এই ১০ টি টিপস যদি আপনি ফলো করতে পারেন আপনার ব্লগ কন্টেন্ট তৈরি করার জন্য। 


১। মৌলিকতা:

সর্ব প্রথম আপনি আপনার ব্লগটি পোস্ট করার আগে এইটা নিশ্চিত করুন যে, আপনার ব্লগ কন্টেন্টটি আপনি যে বিষয়ে লিখেছেন সেই বিষয়ের মূল ধারণা, দৃষ্টিভঙ্গি বা অন্তর্দৃষ্টি এমন ভাবে উপস্থাপন করে যা গুগলে আগে থেকেই কোন কন্টেন্ট পোস্ট করার হয়নাই। আপনাকে এই মৌলিকতার দিকে খেয়াল রেখে কন্টেন্ট তৈরি করতে হবে।


২। গবেষণা:

আপনি আপনার ব্লগ কন্টেন্ট এর মৌলিকতা ঠিক রয়েছে কিনা সেই জন্য বিভিন্ন গবেশনা করতে পারেন। এর জন্য আপনি গুগল এ আপনার কন্টেন্টটি যে বিষয়টির উপরে লিখছেন, সেই বিষয় নিয়ে সার্চ করে দেখতে পারেন। ধরুন আপনি কোন একটি মোবাইল এর রেভিউ নিয়ে ব্লগ লিখেছেন। সেই একই মোবাইল নিয়ে ইতি মধ্যে অন্য কেও রিভিউ দিয়েছেন। এখন আপনি সেখানে দেখবেন আপনার কন্টেন্ট এর ভাষা এবং সেই কন্টেন্ট এর ভাষা একদম হুবহু মিলে যায় কিনা। যদি কোনও অংশ মিলে যায় আপনি সেই অংশ্তুকু পরিবর্তন করে নিতে পারেন।


৩। ভয়েস এবং টোন:

আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই কন্টেন্ট যেনো আপনার নিজের কন্ঠে হয়ে থাকে। আপনার লেখা এবং আপনার কন্ঠ যেন এখই থাকে। অন্যের ক্লিক কপি করে নিজের ওয়েবসাইট এ পোস্ট করবেন না কখনো। এতে আপনার ব্লগ পোস্ট কখনই ইনডেক্স হবেনা। আপনার নিজের লেখার উপর নজর দিন। 


৪। ব্যক্তিগত অভিজ্ঞতা:

আপনার ব্লগ কন্টেন্টটি সব সময় আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে লিখার চেষ্টা করবেন। আপনার ব্লগ এর বিষয়বস্তুতে একটি অনন্য স্পর্শ যোগ করতে এবং আপনার পাঠকদের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যাত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।


৫। দক্ষতা:

আপনার ব্লগ কন্টেন্টটি এক নতুন দৃষ্টিভঙ্গি এবং আপনার পাঠকের কাছে সেরা করে তুলে দেওয়ার জন্য আপনার দক্ষতা বা বিশেষ জ্ঞানের ব্যবহার করুন। কারন আপনার দক্ষতার সাথে অন্যদের দক্ষতার মিল নাও থাকতে পারে।


৬। সিন্থেসিস বা সংশ্লেষণ:

আপনি আপনার ব্লগ কন্টেন্ট এর জন্য মূল অংশ তৈরি করতে একাধিক উৎস থেকে তথ্য সিন্থেসিস বা সংশ্লেষণ করতে পারেন। আর মাধ্যমে আপনি আপনার দর্শকদের জন্য নতুন এক অন্তর্দৃষ্টি বা সমাধান দিতে পারেন।


৭। উদাহরণ এবং উপমাগুলির ব্যবহার:

আপনার ব্লগটি যে বিষয়ের উপর লিখেছেন, আপনার ব্লগের সেই বিষয়টি পাঠকদের কাছে সহজ ও সুন্দর করে তুলে ধরার জন্য আপনি আপনার ব্লগ কন্টেন্টে বিভিন্ন উদাহরন এবং উপমা ব্যবহার করতে পারেন। এতে করে আপনার পাঠকদের আপনার কন্টেন্ট টি বুজতে সহজ হবে।


৮। প্রতিক্রিয়া:

প্রতিক্রিয়া হচ্ছে, আপনি আপনার ব্লগ সাইট এর জন্য যে কন্টেন্ট টি তৈরি করেছেন সেই কন্টেন্টটি সম্পর্কে আপনার বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন। এতে আপনার কন্টেন্টটি কতটা ইউনিক হয়েছে সেই সম্পর্কে তারা আপনাকে আপনার ব্লগ কন্টেন্ট এর উপর একটি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আর আপনি এক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে আপনার কন্টেন্ট টি পুনরায় সংসদন করতে পারবেন।


৯। আপডেট এবং রিফ্রেশ:

আপনার ব্লগ কন্টেন্ট বা বিষয়বস্তুকে প্রাসঙ্গিক রাখতে নিয়মিত আপডেট এবং রিফ্রেশ করুন এবং নিশ্চিত করুন যে এটি আপনার শিল্পের ক্রমবর্ধমান প্রবণতা এবং উন্নয়নের মধ্যে অনন্য থাকে।


১০। প্ল্যাজিয়ারিজম চেকার:

প্ল্যাজিয়ারিজম চেকার এটি একটি অনেক দারুন এবং খুব উপকারি একটি মাধ্যম একজন ব্লগারের জন্য। আপনি এই প্ল্যাজিয়ারিজম চেকার এর মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন আপনার ব্লগ কন্টেন্টটি উনিক কিনা। আপনি অনলাইন এ অনেক প্ল্যাজিয়ারিজম চেকার পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকেও আপনি আপনার ব্লগ কন্টেন্ট টি চেক করে পারেন। এই প্ল্যাজিয়ারিজম চেকার এমন একটি মাধ্যম যা আপনার কন্টেন্ট স্ক্যান করে ওয়েব সাইট এ অন্য কোথাও থেকে ডুপ্লিকেট করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে সহয়তা করে থাকে । আপনি যদি কোনও এক ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে এসে প্ল্যাজিয়ারিজম চেকার এ চেক করে তাহলে খুব সহজেই এই প্ল্যাজিয়ারিজম চেকার সেই ওয়েবসাইট টি খুজে আপনার সামনে নিয়ে চলে আসবে। আপনি চাইলে আপনার ব্লগ কন্টেন্ট Copyscape বা Grammarly-এর মতো অনলাইন প্ল্যাজিয়ারিজম চেকার ব্যবহার করতে পারেন। এটা একটি বেস্ট উপায় আপনার ব্লগ পোস্ট উনিক কিনা সেটা জানার জন্য।


আপনি যদি উপরের এই পয়েন্ট গুলো মেনে আপনার ব্লগ কন্টেন্ট তৈরি করতে পারেন। তাহলে আমি আসা করি আপনার ব্লগ পোস্ট ইনডেক্স হতে কোন সমস্যা হবে। 


আপনাদের কিছু জানার থাকতে আমাকে কমেন্ট করতে পারেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)
Blogger Channel Image
Tech Tips And Tricks Subscribe To Read More Tech Tips And Tricks News
Subscribe