বর্তমান এই প্রযুক্তির যুগে আপনি যদি কাওকে জিজ্ঞাসা করেন, যে এখন জনপ্রিয়তার দিক থেকে কোন সোশাল প্ল্যাটফর্ম সবার থেকে এগিয়ে? সবাই এক কথাই আপনাকে উত্তর দিবে FACEBOOK.
বর্তমান সময়ে একজন মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, কিন্তু ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ হয়তো আপনি খুজেই পাবেন না। কেননা ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যা বর্তমান এই প্রযুক্তির যুগে মানুষের জীবনকে অনেক সহজ ও উপভোগময় করে তুলেছে। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ তার ছবি থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ঘোটে যাওয়া প্রতিটি মুহূর্ত শেয়ার করে থাকেন। শুধু শেয়ার নয় এই ফেসবুক এর মাধ্যমে মানুষ কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ব্যবসা করে চলেছে প্রতিনিয়ত। যা ফেসবুক কে করে তুলেছে সবার শীর্ষে।
ফেসবুক এ যতটা না ভালো দিক রয়েছে এর খারাপ দিকও রয়েছে ঠিক ততটাই। আজ এই ফেসবুক এ মানুষ তাদের ছবি ভিডিও শেয়ার করার কারনে বিভিন্ন ধরনের হ্যাকিং এর শিকার হচ্ছেন। যা আপনারা সবাই জানেন।
তবে আপনি কিন্তু চাইলেই আপনার এই ফেসবুক ব্যবহারকে নিরাপদ ও অনলাইন গোপনীয়তা বজায় রাখতে এবং আপনার ছবি যাতে অপব্যবহার না হয় তা নিশ্চিত করার জন্য ফেসবুক বিভিন্ন প্রাইভেচি চালু করে রেখেছে, যার মাধ্যমে আপনি আপনার প্রোফাইল ছবিসহ সমস্ত ছবি রক্ষা করতে পারেন। আর এটা করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আর্টিকেলে আমি ফেসবুকে আপনার প্রোফাইল ছবিসহ সকল ছবি রক্ষা করার জন্য আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন সে সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করবো।
পরিচয়
ডিজিটাল এই যুগে, আপনার অনলাইন পরিচয় রক্ষা করা অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনার এই ফেসবুক প্রোফাইল ছবি সেই পরিচয়ের একটি উল্লেখযোগ্য অংশ। আর এই ছবি বিভিন্ন অপব্যবহারিরা আপনার অজান্তেই আপনার ফেসবুক থেকে ডাউনলোড এবং শেয়ার করা সহ প্রোফাইল ছবির বিভিন্ন ভাবে অপব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু আপনার জন্য উদ্বেগের বিষয়। সৌভাগ্যবশত, কে আপনার প্রোফাইল ছবি অ্যাক্সেস করতে এবং ব্যবহার করতে পারে তা নিয়ন্ত্রণ করতে ফেসবুক আপনাকে সাহায্য করার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন। যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইল ছবিসহ ফেসবুক এর সমস্ত ছবি নিরাপদ রাখতে পারেন।
গোপনীয়তা সেটিংস (Privacy Settings)
Facebook তাদের এই প্ল্যাটফর্ম এ বিভিন্ন শক্তিশালী গোপনীয়তা সেটিংস প্রদান করে রেখেছেন। যা আপনি সহজেই কাস্টমাইজ করতে এবং কে কে আপনার প্রোফাইল ছবি দেখতে পারবে তা নিশ্চিত করতে পারবেন আপনি নিজেই। আপনি এই সেটিংস্ এর সাহায্যে খুব সহজেই আপনার প্রোফাইল এর সমস্ত ছবি নিরাপদ রাখতে পারবেন। আপনাকে এই সেটিংস অ্যাক্সেস করতে যা করতে হবে,
প্রথমে আপনি আপনার প্রোফাইলে যান,
প্রোফাইল এ আসার পর এখন আপনি আপনার প্রোফাইল এর যে ছবিটি গোপন করতে চাইছেন ঐ ছবির উপরে অংশে ঠিক আপনার প্রোফাইল নামের সোজা ৩ডট (…) অপশন দেখতে পাবেন। এখন এই ৩ডট (…) অপশন এ ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশন গুলোর মধ্যে আপনাকে Edit Privacy অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও আপনার নামনে কিছু অপশন আসবে। এখন এই অপশন গুলো থেকে আপনাকে Only Me অপশনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি এখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন যেমন, "পাবলিক," "ফ্রেন্ডস" বা "অনলি মি" এর মধ্য থেকে আপনি আপনার গোপনীয়তার জন্য আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারেন।
প্রোফাইল পিকচার গার্ড ( Profile Picture Guard )
অপব্যবহার রোধ করার একটি শক্তিশালী হাতিয়ার হল প্রোফাইল পিকচার গার্ড। এই বৈশিষ্ট্যটি সক্ষম করলে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত হয়ে যাবে আপনার ফেসবুক প্রোফাইলে। এই প্রোফাইল পিকচার গার্ড অন্যদের আপনার প্রোফাইল এর ছবি ডাউনলোড বা শেয়ার করতে বাধা দিয়ে থাকে এবং এই প্রোফাইল পিকচার গার্ড এমন একটি ফিচার যা, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল এ একটিভ করে রাখেন তাহলে কোনো অননুমোদিত ব্যবহারকারী ব্যক্তি আপনার প্রোফাইল ছবির স্ক্রিনশটও নিতে পারবে না।
আর এই দারুন ফিচার প্রোফাইল পিকচার গার্ড আপনার প্রোফাইল এ একটিভ করতে আপনাকে যা করতে হবে তা হলো,
প্রথমে আপনাকে আপনার মোবাইল এর ক্রম ব্রাউজার এ যেতে হবে
ক্রম ব্রাউজার এ আসার আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে Profile Shield এর পর সার্চ করতে হবে। সার্চ দেয়ার সাথে সাথে আপনার সামনে প্রথম যে ওয়েব সাইট আসবে এবার ঐ ওয়েবসাইট এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে ওয়েবসাইট টি ওপেন হয়ে যাবে। ওপেন হবার পর আপনারা উপরে ডান পাশে Add To Chrome নামে একটি অপশন দেখতে পাবেন। আবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিছু সময় নিয়ে এই গার্ডটি আপনার ক্রম ব্রাউজার এ এড হয়ে যাবে।
এখন আপনাকে যা করতে হবে সেটা হলো, ক্রম ব্রাউজার এর ডান পাশে ৩ডট(…) অপশন এ ক্লিক করতে হবে। এরপর একটি নিচের দিকে আসলে আপনি প্রোফাইল পিকচার গার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এবার এই অপশন টিতে ক্লিক করুন । ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল টি গার্ড হয়ে যাবে।
ওয়াটারমার্কিং ( Watermarking )
আপনি কিন্তু আপনার প্রোফাইল ছবিতে একটি বিচক্ষণ ওয়াটারমার্ক যোগ করতে পারেন। এটি আপনার প্রোফাইল এর একটি ব্যক্তিগত লোগো বা প্রতীক হতে পারে যা ছবিটিকে কোনো অপরিচিত ব্যক্তির জন্য আপনার সম্মতি ছাড়া এটির অপব্যবহার করা তার পক্ষে আরও চ্যালেঞ্জিং করে তোলে। আর এই ওয়াটারমার্ক যোগ করার জন্য আপনি ওয়েবসাইট এ বিভিন্ন ফটো এডিটিং টুলস পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন।
কাস্টম ফ্রেন্ড লিস্ট ( Custom Friend List )
আপনার প্রোফাইল ছবি কে দেখতে পাবে তা নিয়ন্ত্রণ করতে আপনি আপনার প্রোফাইল পিকচার শেয়ার করার পরে আপনার ফেসবুক বন্ধুদের মধ্যে কে কে এক্সেস করতে পারবে তার একটি কাস্টম বন্ধু তালিকা তৈরি করতে পারেন আপনি। আপনার বন্ধুদের তালিকায় যেমন, ঘনিষ্ঠ বন্ধু, পরিচিতজন এমন কাওকে আপনি আপনার প্রোফাইল ছবির জন্য নির্দিষ্ট করতে পারেন। প্রোফাইল এ আসার পর এখন আপনি আপনার প্রোফাইল এর যে ছবিটি গোপন করতে চাইছেন ঐ ছবির উপরে অংশে ঠিক আপনার প্রোফাইল নামের সোজা ৩ডট (…) অপশন দেখতে পাবেন। এখন এই ৩ডট (…) অপশন এ ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশন গুলোর মধ্যে আপনাকে Edit Privacy অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও আপনার নামনে কিছু অপশন আসবে। এখন এই অপশন গুলো থেকে আপনাকে Specific Friends অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে আপনার বন্ধুদের তালিকা চলে আসবে। এখন আপনি এখান থেকে যেই বন্ধুদের সিলেক্ট করবেন, আপনার ছবি শুধু ঐ সকলবন্ধুইদেখতেপারবেন।
অপব্যবহারের প্রতিবেদন করুন ( Report abuse )
আপনি যদি আপনার প্রোফাইল ছবির অপব্যবহারের সম্মুখীন হন, তাহলে ফেসবুকে রিপোর্ট করুন। এর জন্য আপনাকে আপনার প্রোফাইল এর সেটিংস্ এ গিয়ে Help and support অপশন এ ক্লিক করতে হবে। এর পর আপনাকে Report A Problem অপশন এ ক্লিক করে আপনার প্রোফাইল এ কি সমস্যা হয়েছে তার কিছু বিবরণ লিখে ফেসবুক কোম্পানির কাছে রিপোর্ট করতে পারেন। Facebook এই ধরনের প্রতিবেদনগুলিকে গুরুত্ব সহকারে নেয় এবং তার সম্প্রদায়ের মানগুলির সম্ভাব্য খুব দ্রত তদন্ত করে থাকেন।শেষ কথা,
আপনার Facebook প্রোফাইল ছবি রক্ষা করার জন্য গোপনীয়তা সেটিংস ব্যবহার করা, প্রোফাইল পিকচার গার্ড সক্রিয় করা, ওয়াটারমার্কিং এবং অপব্যবহারের প্রতিবেদনে সক্রিয় হওয়া অন্তর্ভুক্ত। এই পদক্ষেপগুলি গ্রহণ করে, আপনি অননুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারেন এবং নিশ্চিত করতে পারেন যে আপনার প্রোফাইল ছবি আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, আপনার অনলাইন পরিচয় সুরক্ষিত থাকবে৷
মনে রাখবেন Facebook-এর ক্রমবর্ধমান গোপনীয়তা বৈশিষ্ট্য সম্পর্কে অবগত থাকা অপরিহার্য, কারণ প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর নিরাপত্তা বাড়ানোর জন্য প্রতিনিয়ত ফেসবুক সংস্তা মেটা নতুন টুল চালু করছেন।
Post a Comment
0Comments