অ্যান্ড্রয়েড ফোনে, মুখে নাম বললেই কল চলে যাবে। সিস্টেমটি যেভাবে চালু করবেন। If you say the name, the call will go away. How to start the system?

Shamim Ahmed
By -
0

অ্যান্ড্রয়েড ফোন দিয়েও যদি আই-ফোন এর মতো করে যাকে কল করতে চান তার নাম বললেই সেই মানুষটির কাছে কল চলে যেতো, কতই না ভাল হতো তাই না। 


ধরুন আপনি এখন আপনার এক বন্ধুকে বা আপনার কোনো এক আত্বীয়র কাছে কল করতে চাচ্ছেন। কিন্তু আপনাকে এই কলটি করার জন্য কিছু নিয়ম মেনে তার’পর কলটি করতে হবে।



প্রথমে আপনাকে আপনার ফোনের কনটাক্ট লিস্টে যেতে হবে। এরপর আপনাকে সেই নাম্বারটি খুজে বের করতে হবে। তারপর আপনাকে সেই নাম্বারটি তে কল করতে হবে।


কিন্তু আপনি হয়তো যানেন আইফনে একটি ফিচার (Siri) রয়েছে। যার সাহায্যে কাওকে ফোন করতে চাইলে শুধু তার নাম বললেই কল চলে যায়। যারা আইফোন ব্যবহার করেন তারা হয়তো খুব ভালো করেই যানেন এই ফিচার (Siri) টির বিষয়ে। 


এখন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার কারি রয়েছেন তারা হয়তো ভাবছেন, আপনাদের ফোনে তো আর আইফোন এর মতো ফিচার (Siri) নেই। তাহলে আপনারা কিভাবে আইফোন এর মতো করে আপনার ভয়েচ এর মাধ্যমে কাওকে কল করবেন? 


কি তাই তো?


হ্যাঁ পারবেন। আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আইফোন এর মতো করেই আপনার ভয়েচ এর মাধ্যমে যে কাওকে কল করতে পারবেন। তবে এর জন্য আপনার ফোনে একটি অ্যাপ এর প্রয়োজন পরবে। সেই অ্যাপ টির নাম হলো গুগল (Google app) এই অ্যাপটি হয়তো সবার ফোনেই রয়েছে। আর যাদের ফোনে এই গুগল (Google app) অ্যাপটি নেই, তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে, ইন্সটল করে নিবেন।


এখন হয়তো অনেকে ভবছেন এই গুগল (Google app) অ্যাপ দিয়ে আবার কিভাবে আপনার ভয়েচ এর মাধ্যমে যে কাওকে ফোন করবেন।


এই আরটিকেলে আমি আপনাদের সাথে একদম স্টেপ বায় স্টেপ শেয়ার করবো। কিভাবে আপনি এই Google app এর ফিচারটি চালু করবেন। এবং আপনার ভয়েচ এর মাধ্যমে যে কাওকে কল করবেন। 


প্রথমে আপনাকে আপনার Google app এর মাধ্যে যেতে হবে। 




Google app এ লগইন করে নিতে হবে এরপর আপনার Gmail accounts এর উপরে ক্লিক করতে হবে।


ক্লিক করার পর একটু নিচের দিকে এসে সেটিংস অপশনে ক্লিক করতে হবে।




সেটিংস অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে Google Assistant নামে একটি অপশন দেখতে পাবেন। এখন এই Google Assistant নামে অপশনটিতে ক্লিক করতে হবে।



Google Assistant এ ক্লিক করার পর আপনাদের সামনে Hey Google & Voice Match নামে একটি অপশন আসবে. এখন এই Hey Google & Voice Match এর উপর ক্লিক করতে হবে।




এরপর এখানে আপনাদের যেটা করতে হবে, সেটা হলো Hey Google এই অপশন টি কে অন করে দিতে হবে । এখন এই Hey Google অপশনে ক্লিক করতে হবে।



এই অন বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবির মত কিছু অপশন আসবে. এখন আপনাকে এই অপশন গুলোতে ক্লিক করতে হবে 


Click ( More ) Button


Click again ( More ) Button

Click ( I Agree ) Button



I Agree, বাটনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবির মতো একটি অপশন আসবে। এই অপশনটি আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, সেটা হলো। লাল মার্ক করা যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনাকে পরতে হবে। এই লেখাটা পরা হয়ে গেলে এই একই রকম কিছু অপশন আসবে আপনার সামনে যার সবগুলো আপনাকে পরতে হবে।



আপনি উপরের অপশনটি শেষ করলে নিছের ছবির মত এই অপশনটি আসবে।

এখানে আসার পরে আপনাকে Next এ ক্লিক করতে হবে।



আবারও আপনাকে Next এ ক্লিক করতে হবে।



এবার আপনাকে I Agree তে ক্লিক করতে হবে।



আমাদের ভয়েচ সেট করা শেষ। ঠিক নিচের চবির মতো দেখতে পাবেন।


এখন আপনাকে আপনার বন্ধুকে বা আপনার কোন এক আত্বীয়ের কাছে ফোন করার জন্য যা করতে হবে সেটা হলো। আপনার ফোনের হোম বাটনে চাপ দিয়ে ধরে রাখুন। ঠিক নিচের ছবির মতো।




চাপ দিয়ে ধরে রাখার পরে আপনাদের সামনে ঠিক নিচের ছবির মত একটি অপশন আসবে। এই অপশনটিতে আসার পরে আপনাকে মাইক্রফোন এর এই আইকন এ ক্লিক করে যাকে ফোন করতে চান তার নাম বলতে হবে। আপনি যাকে ফোন করতে চান তার নাম বললেই কল চলে যাবে সেই ব্যাক্তির কাছে।




উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড ফোনে ভয়েচ কল চালু করে ফেলুন আর আপনার ফোনটিকে বানিয়ে ফেলুন একদম ইউনিক আপনাদের বন্ধুর কাছে। 

Post a Comment

0Comments

Post a Comment (0)
Blogger Channel Image
Tech Tips And Tricks Subscribe To Read More Tech Tips And Tricks News
Subscribe