ফোন চার্জ হচ্ছে না ? এমন অবস্থায় যা করবেন। The phone is not charging? What to do in such a situation.

Shamim Ahmed
By -
0

বর্তমানে অনেক মোবাইল ব্যবহারকারী তাদের মোবাইল ব্যবহারে প্রধান যে সমস্যাটির মুখোমুখী হচ্ছেন সেটা হলো ফোনে চার্জ না হওয়া। ফোনে চার্জ না হওয়া কিন্তু ছোট খাট কোন বিষয় নই, একজন মোবাইল ব্যবহারকারীর জন্য। আপনি আপনার ফোন প্লাগ ইন করে রেখেছেন। কিন্তু আপনার ফোন দীর্ঘ সময় ধরে চার্জে লাগিয়ে রাখার পরেও ফোনে চার্জ হচ্ছে না। আপনার ফোনে চার্জ না হওয়ার কারনে ফোনটি ব্যবহারও করতে পারছেন না ঠিক মত।



এমন আবস্থায় আপনি আতঙ্কিত হয়ে নিকটতম কোন মোবাইল সার্ভিসিং দোকানে আপনার ফোনটি নিয়ে যাওয়ার কথা ভাবছেন । কিন্তু আপনার ফোনটি কোন সার্ভিসিং এ নিয়ে যাওয়ার আগে, আপনার ফোন আবার আগের মত করে চার্জ করার জন্য কিছু সাধারণ সমস্যা এবং সহজ সমাধানগুলি আপনার ফোনে চেষ্টা করতে পারেন। 

আপনি যদি আপনার ফোনে এই ৮ টি কাজ করতে পারেন । তাহলে, আর আপনাকে আপনার ফোন নিয়ে কোন সার্ভিসিং এর দোকানে যাওয়ার প্রয়োজন পরবেনা। আপনার ফোন আবারও আগের মত দ্রত চার্জ হতে শুরু করবে।


আর এই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবেঃ


১। চার্জিং তার চেক করুন

আপনার ফোন চার্জ করার জন্য আপনি যে চার্জিং ক্যাবলটি ব্যবহার করছেন ক্যাবলটি ছিরে গিয়েছে কিনা বা বিকল হয়েছে কিনা তা নিশ্চিত করুন। কখনও কখনও একটি ক্ষতিগ্রস্ত তার আপনার ফোন চার্জ না হওয়ার পিছনে কারণ হতে পারে। আপনার কাছে যদি অতিরিক্ত ক্যাবল থাকে, তাহলে আপনি সেই ক্যাবলটি ব্যবহার করে দেখতে পারেন। আর আপনার কাছে কোন এক্সট্রা ক্যাবল না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার কোন বন্ধুর কাছে থেকে নিয়ে এসেও দেখতে পারেন। আসলে আপনার ফোন এর কোন সমস্যা হয়েছে কিনা। নাকি আপনার ক্যাবলের কারনে ফোন চার্জ হচ্ছে না। যদি দেখেন ক্যাবল এর সমস্যার কারনে আপনার ফোন চার্জ হচ্ছে না। তাহলে দ্রত আপনি আপনার ফোনের জন্য একটি নতুন ক্যাবল কিনে নিন তাহলে আপনার চার্জ এর সমস্যা সমাধান হয়ে যাবে।


আরও পড়ুন..... 

গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারছেন না? সমাধান করুন এখনি।


২। পাওয়ার আউটলেট পরীক্ষা করুন

ফোন চার্জ না হওয়ার পিছনে আরেকটি সাধারণ কারণ হতে পারে পাওয়ার আউটলেটের কিছু সমস্যা। পাওয়ার সমস্যার কারনেও অনেক সময় আপনার ফোনে চার্জ এর সমস্যা হয়ে থাকে। এই জন্য আপনি আপনার চার্জরটি অন্য কোনো ডিভাইসে প্লাগ-ইন করে দেখতে পারেন। সেখানে কোনো আউটলেটের শক্তি আছে কিনা এবং ডিভাইসটি সঠিকভাবে কাজ করচ্ছে কিনা। 


৩। চার্জিং পোর্ট পরিষ্কার করুন

সময়ের সাথে সাথে, ধুলো এবং বালিকণা চার্জিং পোর্টে জমা হয়ে থাকে। আর এই ময়লা ধুলোবালি জমে যাওয়ার কারনে আপনার ফোনে চার্জ এর সমস্যা হতে পারে। কেননা এই ময়লা ধুলোবালি একটি সঠিক সংযোগ প্রতিরোধ তৈরি করে থাকে। একটি ছোট, শুকনো ব্রাশ বা হালকা বাতাস ব্যবহার করে আপনার ফোনের পোর্টটি ভালো করে পরিষ্কার করে নিন। একটা জিনিষ খেয়াল রাখবেন, আপনার ফোন এর পোর্ট এ জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য কখনই চার্জিং পোর্টে ফুঁ দেবেন না, কারণ আপনার ফুঁতে আর্দ্রতা থাকে, যা একটি ডিভাইসের জন্য খুবই ক্ষতি হতে পারে।


৪। আপনার ফোন রিস্টার্ট করুন

একটি সাধারণ রিস্টার্ট প্রায়ই অনেক প্রযুক্তিগত সমস্যা সমাধান করতে পারে। আপনি আপনার ফোন চার্জে দেওয়ার আগে রিস্টার্ট করে নিতে পারেন। অনেক সময় এই রিস্টার্ট করার ফলে ফোনের চার্জ সমস্যা সমাধান হয়ে থাকে। আর এই জন্য আপনার ফোনটি প্রথমে বন্ধ করুন, এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং তারপরে আপনার ফোনটি পুনরায় আবার চালু করুন। চালু করার কিছু সময় পরে আপনার ফোনটি আবার চার্জে দিন। 


৫। সফ্টওয়্যার আপডেট করুন

অনেক সময় মোবাইল সফ্টওয়্যার আপডেট না রাখার কারনেও আপনার ফোনে চার্জ সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনি আপনার ফোনের অপারেটিং সিস্টেম আপ টু ডেট আছে কিনা সেটা আগে নিশ্চিত করুন। সফ্টওয়্যার সমস্যাগুলি চার্জিং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে এবং একটি সিস্টেম আপডেটে বাগ ফিক্স থাকতে পারে। আর এজন্য আপনি আপনার ফোনের সফ্টওয়্যার আপডেট করে নিতে পারেন চার্জ সমস্যা সমাধান করার জন্য।


আরও পড়ুন.....

উইন্ডোজ ল্যাপটপ চালু হচ্ছে না? যে ৫টি কাজ করবেন


আইফোন বা আইপ্যাড ধীর গতিতে চলছে? মেনে চলুন এই ১০ টি টিপস।


৬। ব্যাকগ্রাউন্ড অ্যাপস চেক করুন

ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকার কারনে ঐ সকল অ্যাপ গুলি আপনার ফোনে অনেক চাপ সৃষ্টি করে থাকে। আর এই চাপের কারনেও আপনার ফোনে চার্জ সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে, আপনার ফোন ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু রয়েছে কিনা । যদি চালু থাকে তাহলে এগুলোকে বন্ধ করে দিন। ব্যাকগ্রাউন্ডে সচলকৃত একাধিক অ্যাপ বন্ধ করার কারনে আপনার ফোনের চার্জ সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার ফোনের চার্জ দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিবে। 


৭। পানি ঢুকেছে কিনা চেক করুন 

অনেক সময় দেখা যায় আপনার অনুপস্থিতির কারনে আপনার পরিবারের কারো দারা আপনার ফোনে পানি পরেছে। বা আপনার কাছে থেকেই পানি পরেছে আপনার ফোনে। আর এই পানি পরার কারনে আপনার ফোন চার্জ হচ্ছে না । সেই জন্য আপনার ফোনে পারি পরেছে কিনা এটাও চেক করে দেখতে পারেন। যদি পানি পরে থাকে, তাহলে এই পানির কারনেও আপনার ফোনের ক্ষতি হতে পারে। 


৮। অন্য একটি চার্জার দিয়ে চেষ্টা করুন

আপনার চার্জারটি খারাপ হতে পারে। যদি সম্ভব হয়, অন্য একটি চার্জার দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। অন্য চার্জার ব্যবহার করে সমস্যা সমাধান হয়ে যায় কিনা। যদি দেখেন আপনার ফোনে অন্য চার্জার ব্যবহার করে চার্জ হচ্ছে, তাহলে বুজবেন আপনার ফোনে নয় চার্জার এর সমস্যা। আর এর জন্য আপনাকে আপনার ফোনের জন্য নতুন একটি চার্জার ক্রয় করতে হবে আপনার ফোন চার্জ দেওয়ার জন্য। 



এই কাজগুলো করার পরেও যদি আপনার ফোনে চার্জ সমস্যা সমাধান না হয়ে থাকে তাহলে, এবার আপনি আপনার ফোনটি নিয়ে দ্রুত কোন এক ভালো সার্ভিসিং সেন্টারে চলে যান। সেখানে গিয়ে আপনার ফোনের সমস্যাটি বলুন এবং আপনার ফোনটি ঠিক করে নিন।


Post a Comment

0Comments

Post a Comment (0)
Blogger Channel Image
Tech Tips And Tricks Subscribe To Read More Tech Tips And Tricks News
Subscribe